ক্ষেতলালে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২২ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৩

জয়পুরহাটের ক্ষেতলালে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপন উপলক্ষে সচেতনতামূলক র্যালী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণের পর ডায়াবেটিক সমিতি কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্ষেতলাল ডায়াবেটিক সমিতি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, ডা. নুর আলম সিদ্দিক, ওসি (তদন্ত) মাকছুদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল খাঁ, ক্ষেতলাল মানবিক ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌসী রানা চৌধুরী, প্রভাষক নাফিউল হাদী মিঠু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক। পরে প্রায় দেড় শতাধিক মানুষের বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাকের ২ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ জিয়া সাংস্কৃতিক পরিষদ আঁকড়ে বেপরোয়া হয়ে উঠেছে যুবলীগের ৩ কর্মী

পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

পাবনায় সড়কের পাশে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
