বশেমুরবিপ্রবি নারী শিক্ষার্থীর আত্মহত্যা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১০:৫০ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৩


বশেমুরবিপ্রবি নারী শিক্ষার্থীর আত্মহত্যা
বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে আত্মহত্যার করেছেন। আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম নোভা ইয়াসমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাসা ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।  


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) আনুমানিক দুপুর ৩ টার দিকে নোভার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিকালে পুলিশ তার লাশ নিজ মেস থেকে বের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এ সময় নোভা'র স্বামী রাসেলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। 


জানা যায়, নোভা বিবাহবন্ধনে আবদ্ধ হয় একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেলের সাথে। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে বলে ধারণা করছে থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


মৃতের সহপাঠীদের সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে পারে। এর আগেও একাধিকবার সে আত্মহত্যার চেষ্টা করেছে।


এ বিষয়ে প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মৃতদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তার ভাই এখানে এসেছে সব তদন্ত করে সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিবে।


বিশ্ববিদ্যালয়ের আইনসেলের সেকশন অফিসার সাজিদুর রহমান বলেন,  প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে তার স্বামীকে। এ জন্য জিজ্ঞাসাবাদের লক্ষ্যে তাকে থানায় নেয়া হয়েছে।


আরএক্স/