শ্রমিক-হকারদের টিকা দেওয়া শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানী
ঢাকায় শ্রমিক, নিরাপত্তা-পরিচ্ছন্নতাকর্মী, দোকানদার ও ফুটপাতের হকারদের মাঝে করোনাভাইরাসের
টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার
(১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উত্তরার ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এ টিকাদান
কর্মসূচির উদ্বোধন হয়।
জানা
গেছে, টিকা দেওয়ার জন্য ঢাকা শহরকে ৯টি জোনে ভাগ করা হয়েছে। প্রথম দিন ১০ হাজার মানুষকে
টিকা দেওয়া হবে। পরে ঢাকা শহরের অন্যান্য জোনে টিকা দেওয়া হবে। এছাড়া পর্যায়ক্রমে সারাদেশে
এই শ্রেণির মানুষকে টিকার আওতায় আনা হবে।
সরকারের করোনা টিকাদান ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, এই শ্রেণির মানুষদের টিকা নিতে নিবন্ধন লাগবে না। টিকা কেন্দ্রে তার নাম ও ঠিকানা লিখে রাখা হবে। প্রত্যেককে একটি কার্ড দেওয়া হবে, যাতে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারে।
উল্লেখ্য,
সরকার বাদ পড়া মানুষদের করোনার টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে। এর মধ্যে ভাসমান
মানুষ ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের গত ৬ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা দেওয়া শুরু
করেছে। আজ থেকে শুরু হয়েছে শ্রমিক ও কর্মচারীদের টিকাদান।
ওআ/