বুয়েটের স্থাপত্য বিভাগের তিন দিন ব্যাপী ডিজাইন প্রদর্শনী শুরু কাল
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৫ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৩
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর স্থাপত্য বিভাগের জুলাই-২০২২ সেশনের শিক্ষার্থীদের (ডিজাইন স্টুডিও) বাছাইকৃত কাজের (ডিজাইন) সমন্বয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীটি আগামী ২ থেকে ৪ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৪ ঘটিকায় এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।
আয়োজনের অংশ হিসেবে সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, নৃতাত্ত্বিক জাদুঘর এবং আরবান ব্লক ডেভেলপমেন্টের নকশাসহ প্রদর্শিত হবে নানাবিধ স্থাপত্য নকশা। এছাড়া প্রদর্শনীর তৃতীয় দিনে (৪ঠা মার্চ) বিকাল ৪ ঘটিকায় একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খন্দকার মাহফুজ আলম সুমন, অপি করিম, সব্যসাচী হাজরা এবং তানজীর চৌধুরী তুহিন। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।