Logo

শালিখায় পার্চিং কার্যক্রমের উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৩, ১৫:৫৩
12Shares
শালিখায় পার্চিং কার্যক্রমের উদ্বোধন
ছবি: সংগৃহীত

কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, তাই কৃষির বিপ্লব ঘটাতে প্রতিটা কৃষককে কোন জমি পতিত না রেখে ফসল উৎপাদনের আহ্বান জানান তিনি পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষককে পার্চিং পদ্ধতি ব্যবহারের অনুরোধ জানান

বিজ্ঞাপন

‘যেখানেই ধানের গাছ, সেখানেই গাছের ডাল’ এই স্লোগানকে সামনে রেখে ধানের ফলন বৃদ্ধি, ক্ষতিকর পোকা দমন এবং কীটনাশক ব্যবহার হ্রাস করে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে মাগুরার শালিখায় পার্চিং কার্যক্রমের উদ্বোধন করেছেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 

বুধবার (১ মার্চ) উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের চুকিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, তাই কৃষির বিপ্লব ঘটাতে প্রতিটা কৃষককে কোন জমি পতিত না রেখে ফসল উৎপাদনের আহ্বান জানান তিনি পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষককে পার্চিং পদ্ধতি ব্যবহারের অনুরোধ জানান। 

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা (খামারবাড়ি) কৃষিবিদ রফিকুজ্জামান, শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যসহ শতাধিক কৃষক -কৃষাণী প্রমুখ। 

বিজ্ঞাপন

পরে চুকিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী কয়েক খন্ড জমিতে ক্ষতিকারক পোকা দমন করতে পাখি বসার জন্য নিজ হাতে গাছের ডাল পুঁতে দেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD