দামুড়হুদায় গাজাঁসহ মাদক ব্যবসায়ী আটক

দামুড়হুদার মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩কেজি গাজা সহ লাল্টু (৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
দামুড়হুদার মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ লাল্টু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের সবজি বিক্রেতা আলাল হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায় যে, একজন মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করার জন্য সিমান্ত এলাকা থেকে মাদক পাচার করে নিয়ে আসছে।
বিজ্ঞাপন
এমন সংবাদের ভিত্তিতে বুধবার (১ মার্চ) ভোর ৪টা ৪৫মিনিটের দিকে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ীঁর আইসি এসআই ইমরান হোসেন এএসআই মোসলেম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আরামডাঙ্গা কবরস্হান ইদগাহর নিকট অভিযান চালিয়ে ৩ কেজি গাজাঁ ভর্তি ব্যাগসহ তাকে আটক করে।
বিজ্ঞাপন
যার আনুমানিক মুল্য ৯০হাজার টাকা। আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হয়েছে।








