জবির ছাত্রী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৩ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৩


জবির ছাত্রী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা
অধ্যাপক ড. দীপিকা রানী সরকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রানী সরকার। তিনি বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগমের স্থলাভিষিক্ত হিসেবে কাজ করবেন। 


বুধবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানান। এবিষয়ে এর আগে তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. দীপিকা রানী সরকারকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। আগামী ৪ মার্চ হতে এই আদেশ কার্যকর হবে। অধ্যাপক ড. শামীমা বেগম, অধ্যাপক ড. দীপিকা সরকারের কাছে থেকে প্রভোস্টের দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করা হলো।


দায়িত্ব প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে ড. দীপিকা রানী সরকার বলেন, আমাদের হলটি যেহেতু নতুন এতে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমি চেষ্টা করব সেগুলো খুঁজে বের করে শিক্ষার্থীবান্ধব একটি পরিবেশ বজায় রাখতে।