বাউফলে ১০০ টাকা কাবিনে ইন্দোনেশিয়ান তরুণীর বিয়ে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৩


বাউফলে ১০০ টাকা কাবিনে ইন্দোনেশিয়ান তরুণীর বিয়ে
ছবি: সংগৃহীত

মাত্র একশ এক টাকা কাবিনে বাউফলের দাশপাড়া খেজুর বাড়িয়া গ্রামের ইমরান হোসেনের সাথে বিয়ে হলো ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়ার। বিয়ের কাবিনামায় নিকির উকিল বাবা নিযুক্ত হয়েছন বর ইমরানের দাদা সিদ্দিক হাওলাদার।


বুধবার (২ মার্চ) ইমরানের বাড়িতে ইসলামী শরিয়া অনুযায়ী কাজী মাও. সহিদুল ইসলাম এ বিয়ে পড়ান। এর আগে বিকেলে নিকির গায়ে হলুদ হয়েছে। 


বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বউভাত অনুষ্ঠিত হবে। বুধবার পটুয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে ইমরান ও নিকির আইনী কার্যাদি সম্পন্ন হয়।


নিকির গায়ে হলুদ অনুষ্ঠানে গ্রামের বিপুল সংখ্যক মানুষ ভীড় জমায়। এ খবর সংগ্রহের জন্য বাউফলসহ জেলার প্রায় সকল গণমাধ্যমকর্মী ও ইউটিউবাররা ইতিমধ্যে বাউফলে অবস্থান নিয়েছেন।