অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা পেলেন বীর নিবাস


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৮ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৩


অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা পেলেন বীর নিবাস
অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে বীর নিবাসের চাবি প্রদান। ছবি: জনবাণী

জয়পুরহাটের পাঁচবিবিতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাসের চাবি হস্তান্তরর করা হয়েছে। 


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলার রায়পুর গ্রামে চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেন। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু। 


সাংবাদিক সুমন চৌধুরীর সঞ্চলনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব। 


পরে রায়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডলের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি। 


দুটি কক্ষ, বাথরুম, কিচেন রুম ও বৈঠকখানাসহ দৃষ্টিনন্দন প্রতিটি বীর নিবাস তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা।


বীর নিবাস পেয়ে আবেগ আপ্লুত বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের কেউ খোঁজ খবর নিতনা। গরীব বলে সবাই অবহেলা করত। প্রধানমন্ত্রী এসে আমাদের ভাতা করে দিয়েছে। জীবনে ইটের বাড়িতে শুয়ে থাকার দিবা স্বপ্ন ছিল, তিনি সেটিও পূরণ করে দিয়েছে। এই বীর মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন।