আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৫ এএম, ৩রা মার্চ ২০২৩


আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
আত্রাই থানা

নওগাঁর আত্রাইয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আমির হোসেন (৬০) নামে চালকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার বান্দায়খাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আমির হোসেন (৫৫) নাটোর জেলার গুরুদাশপুর উপজেলার কোলাকান্তনগড় গ্রামের মৃত আব্দুল গণি ছেলে।


আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 


তিনি বলেন, নিহত আমির হোসেন শাহ্ সিমেন্ট কম্পানীর একজন গাড়ি চালক। তিনি বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ট্রাক নিয়ে বান্দাইখাড়া বাজারে যাওয়ার সময় ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে যাত্রী ছাউনিতে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আমির হোসেন গুরুতর আহত হন।


সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।