রিজভীর মুক্তির দাবিতে রাবিতে ছাত্র-সমাবেশ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৩ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৩
রাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের মুক্তির দাবিতে ছাত্র-সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সমাবেশ পালন করেন তারা।
সমাবেশটির সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মিঠু।
রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠা নেতৃত্বকে এভাবে দাবিয়ে রাখা যাবে না। রুহুল কবির রিজভী সত্যের জন্য কাজ করতে গিয়ে আজ তাকে কারাবরণ করতে হচ্ছে। এখান থেকেই আমরা তার মুক্তির দাবি জানাচ্ছি এবং তার বিরুদ্ধে সকল মিথ্যা, সাজানো মামলা প্রত্যারের দাবি জানান বিএনপির এ সিনিয়র নেতা।
মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন বলেন, আওয়ামী লীগ সরকার রাতের আঁধারে ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে যে মামলাগুলো ছিলো তা বিএনপি নেতাকর্মীদের উপর একের পর এক দিয়ে যাচ্ছে এ সরকার।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, গণতন্ত্রহীনতার সর্বশেষ পর্যায়ে আমরা অবস্থা করছি। গনতন্ত্রেকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে গিয়ে তাকে জেলে আটক রেখে নির্যাতন করা হচ্ছে। তিনি এ বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত জাতীয়তাবাদী শিক্ষা ফোরামের সদস্য ড. আব্দুল মতিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাহিন শওকত, বিএনপি ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সদস্য মানুনুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এনামুল হক,বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই-খুদা, আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদসহ বিএনপির অন্যান্য শিক্ষকরা।