চন্দনাইশে ভোটার দিবস উদযাপন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৩ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৩


চন্দনাইশে ভোটার দিবস উদযাপন
চন্দনাইশে ভোটার দিবসে আলোচনা সভা

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে ’ এই স্লোগানে সারা দেশের ন্যায় চন্দনাইশে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। 


দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও প্রদর্শনীয় মাধ্যমে শেষ হয়।


উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা নিবার্চন অফিসার মিনহাজুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনায় ও র‌্যালীতে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সুলাইমান ফারুকী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আ. লীগের নেতৃবন্দ, স্থানীয় চন্দনাইশ প্রেস ক্লাবের সাংবাদিক ও এলাকার ভোটাররা। 


জানা যায়, আগে জাতীয় ভোটার দিবস পালিত হতো ১ মার্চ। ২০১৮ সালের ২ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা ও উদযাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে একই বছরের ৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১ মার্চ তারিখকে ‘জাতীয় ভোটার দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়। কিন্তু পরবর্তীতে ১ মার্চ জাতীয় বীমা দিবস ঘোষণা করে ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।