বাল্য বিবাহের রোধে জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৮ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৩


বাল্য বিবাহের রোধে জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারি
কথা বলছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান

শুধু আইন করে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব না। প্রয়োজন সামাজিক সচেতনতা। ঢাকায় বাল্য বিবাহ সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান,  জেলা, উপজেলা, ও ইউনিয়ন পর্যায়ের বাল্য বিবাহ নিরোধ কমিটিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। 


তিনি বলেন, বাল্য বিবাহের সুনিদ্দিষ্ট তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেব। বাল্য বিবাহের ক্ষেত্রে কোনো ছাড় নেই। 


বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত সাংবাদিকদের এক ওরিয়েন্টেশনে জেলা প্রশাসক এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এ কেএম হেদায়েতুল ইসলাম।    


ওরিয়েন্টেশনে বাল্য বিবাহ নিরোধ আইন, বিধিমালার উপর আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এ কেএম হেদায়াতুল ইসলাম।


তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্মতা, উপহজলা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ  জানাতে পারেন। তবে মিথ্যা অভিযোগ দেয়া যাবে না। এজন্য রয়েছে অনধি ৬ মাস কারাদন্ড অথবা ৩০ হাজার টাকা জরিমান কিংবা উভয় দন্ডে দন্ডনীয় হবেন। বাল্য বিবাহের শাস্তি অনধিক ২ বছর কারাদন্ড। বাল্য বিবাহের আয়োজনের সঙ্গে জড়িত পিতামাতাসহ অন্যান্য ব্যাক্তিদের জন্য আইনে শাস্তি রয়েছে। 


অনধিক ২ বছর, সর্বনিম্ন ৬মাস। বাল্য বিবাহ সম্পাদনকারী (নিকাহ রেজিস্টার)  অনধিক ২ বছর ও সর্বনিম্ন ৬মাস কারাদন্ডের বিধান রাখা হয়েছে। এই 

অনুষ্ঠানের রিসোর্স পারসন হিসেবে ছিলেন ফাতেমা জহুরা, উপ-পরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, এবং কাজী গোলাম আহাদ, পরিচালক বিভাগীয় তথ্য অফিস ঢাকা। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষে কর্মকর্তা ফারহানা বেগম।