ডিএসইসির ফ্যামিলি ডে আগামী ৬ জুলাই


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫


ডিএসইসির ফ্যামিলি ডে আগামী ৬ জুলাই
ছবি: প্রতিনিধি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর বহুল প্রতীক্ষিত বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ জুলাই, (রবিবার), রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানটি ঘিরে ডিএসইসি সদস্যদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগ বিএনপি-এর সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে দেশের কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট প্রতিষ্ঠান, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি ও ডায়মন্ড সিটি।


এবারের ফ্যামিলি ডের বিশেষ আকর্ষণ হলো র্যাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার হিসেবে থাকছে গ্লোবালইডির সৌজন্যে একটি আকর্ষণীয় মোটরসাইকেল। এছাড়া থাকছে:


  • ইউএস বাংলা এয়ারলাইন্স-এর সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল প্লেন টিকিট,


  • গ্রীস্টার-এর সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল টিকিট


  • প্রবাসীর হেলিকপ্টার-এর সৌজন্যে ঢাকা শহর ভ্রমণের যুগল হেলিকপ্টার রাইড।


আয়োজকরা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি কেবল বিনোদনের আয়োজন নয়; এটি সাব - এডিটরদের  মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধন ও পরিবারভিত্তিক সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।


অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক সকল সদস্যকে আগামী ২ জুলাই ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত তারিখের পরে রেজিস্ট্রেশনের কোনো সুযোগ থাকবে না। রেজিস্ট্রেশন শেষে কুপন সংগ্রহ করতে হবে ডিএসইসির নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে।


ডিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানটি হবে পরিবার-সমেত একটি প্রাণবন্ত দিনযাপনের উপলক্ষ্য, যেখানে মিলবে বিনোদন, পুরস্কার, এবং সৌহার্দ্যের এক অপূর্ব সম্মিলন।


এসডি/