শাহবাগে মুখোমুখি ছাত্রদল-শিবির, সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪০ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


শাহবাগে মুখোমুখি ছাত্রদল-শিবির, সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে শাহবাগ এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার বিকেল থেকেই শাহবাগ মোড়ে জড়ো হন ছাত্রদল ও ছাত্রশিবিরের সমর্থকরা। রাত সাড়ে ১১টার পর থেকে তারা নিজেদের প্যানেলের প্রার্থীদের পক্ষে স্লোগান ও মিছিল শুরু করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে রাস্তার দুই পাশে অবস্থান নেন দুই সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিবির সমর্থকরা সাদিক কায়েমের নামে স্লোগান দেন, অন্যদিকে ছাত্রদল সমর্থকরা তাদের প্যানেলভুক্ত প্রার্থীদের জয় নিশ্চিত উল্লেখ করে স্লোগান দিতে থাকেন।


আরও পড়ুন: শাহবাগে ডাকসু প্রার্থীদের সমর্থনে ছাত্রদল-শিবিরের স্লোগান ও মিছিল


এদিকে, ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারও।


সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, বহিরাগতরা যদি বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের চেষ্টা করে তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।


আরও পড়ুন: ঢাবির প্রবেশমুখে ভিড় না করার অনুরোধ জানাল ডিএমপি


উল্লেখ্য, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।


এএস