Logo

ঢাবির প্রবেশমুখে ভিড় না করার অনুরোধ জানাল ডিএমপি

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৮
37Shares
ঢাবির প্রবেশমুখে ভিড় না করার অনুরোধ জানাল ডিএমপি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট গণনাকে ঘিরে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশমুখে জনসমাগম বাড়তে শুরু করেছে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট গণনাকে ঘিরে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশমুখে জনসমাগম বাড়তে শুরু করেছে। এ অবস্থায় অযথা ভিড় না করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, “ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বর্তমানে ভোট গণনার কাজ চলছে। ঢাবির প্রবেশপথে উৎসুক জনতা ভিড় করছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যেন অযথা ভিড় না করেন।”

এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ও কেন্দ্রে দেখা যায়, শিক্ষার্থীরা ফলাফলের অপেক্ষায় ভিড় করছেন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে পুরো ক্যাম্পাসজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

অভিযোগ রয়েছে, জামায়াত-শিবির ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD