ডাকসু নির্বাচন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ডিএমপি এই নির্দেশনা প্রকাশ করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বৈধ বা লাইসেন্সধারী কোনো অস্ত্র বহন করা যাবে না। শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিধান থেকে অব্যাহতি পাবে। এই সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ও মেট্রোরেল স্টেশনের সময়সূচি
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য সীমিত থাকবে।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীরা শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারবেন।
বিজ্ঞাপন
ভোটার সনাক্তকরণ ও পরিচয়পত্র
বিজ্ঞাপন
ভোটকেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, হল কার্ড (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক), গ্রন্থাগার পরিচয়পত্র অথবা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে পে-স্লিপ প্রদর্শন করতে হবে।
ভোটার যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় সার্ভারের সঙ্গে QR কোড স্ক্যানের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে শনাক্ত হবে। এছাড়া হল পরিচয়পত্রে প্রভোস্টের স্বাক্ষরও যাচাই করা হবে।
বিজ্ঞাপন
প্রবেশের অনুমতি পাবেন যাঁরা
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ক্যাম্পাসে অবস্থিত তিনটি ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন।
বিজ্ঞাপন
ডিএমপি জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ডাকসু নির্বাচন সম্পন্ন করার স্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এএস








