Logo

ঢাকায় ঈদে মিলাদুন্নবীতে বর্ণাঢ্য জশনে জুলুস

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৫৬
29Shares
ঢাকায় ঈদে মিলাদুন্নবীতে বর্ণাঢ্য জশনে জুলুস
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’।

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ইন্তেকালের স্মৃতিবিজড়িত এ দিনকে ঘিরে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

শোভাযাত্রার নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেইট থেকে শুরু হওয়া জুলুস দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা প্রদক্ষিণ করে আবার উদ্যানে ফিরে এসে শান্তি মহাসমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অংশগ্রহণকারীরা সাদা পোশাক ও ক্যাপ পরে কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড, বিশাল জাতীয় পতাকা এবং ব্যানার বহন করেন।

শোভাযাত্রা জুড়ে ধ্বনিত হতে থাকে- ‘ইয়া নবী সালামু আলাইকা’, ‘ইয়া রাসুল সালামু আলাইকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’। অনেকের হাতে ছিল গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ডও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তী শান্তি সমাবেশে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রহমত। তার শিক্ষা অনুসরণ করলেই সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার আলো ছড়িয়ে পড়বে। তিনি আরও উল্লেখ করেন, আজ পৃথিবীজুড়ে সন্ত্রাস, যুদ্ধ ও অমানবিকতার যে প্রেক্ষাপট, তা থেকে মুক্তির একমাত্র পথ হলো প্রিয় নবীর শিক্ষা বাস্তবায়ন।

হিজরি সাল অনুযায়ী, ১২ রবিউল আউয়াল দিনেই হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ ও ইন্তেকাল করেন। বাংলাদেশসহ বিশ্বের মুসলিমরা দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে আসছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিনটি উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ ও চিকিৎসাসহ জরুরি সেবাগুলো চালু থাকে।

এ ছাড়াও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে দেশবাসীকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD