মহাখালীতে শ্রমিকদের সড়ক অবরোধে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০২ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মহাখালীতে পরিবহণ শ্রমিকরা আড়াআড়ি করে বাস দাঁড় করিয়ে সড়ক অবরোধ করেছেন। এতে মহাখালী রেলগেট থেকে নাবিস্কো পর্যন্ত সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ অবরোধ শুরু হয়। বনানী থানা পুলিশ ও ট্রাফিক গুলশান বিভাগের কর্মকর্তারা জানান, আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ঢাকায় ঈদে মিলাদুন্নবীতে বর্ণাঢ্য জশনে জুলুস
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহণের শ্রমিক-চালকদের বিরোধ দেখা দেয়। এর জেরে শিক্ষার্থীরা একতা পরিবহণের কয়েকটি বাস আটকে দিলে শ্রমিকরা প্রতিবাদে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেন।
তিনি জানান, শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ এবং শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
আরও পড়ুন: আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা
এদিকে ট্রাফিক গুলশান বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, মহাখালী টার্মিনাল এলাকায় শ্রমিকরা দুই পাশের রাস্তা বন্ধ করে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএস