ঢাকায় ঈদে মিলাদুন্নবীতে বর্ণাঢ্য জশনে জুলুস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৬ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


ঢাকায় ঈদে মিলাদুন্নবীতে বর্ণাঢ্য জশনে জুলুস
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ইন্তেকালের স্মৃতিবিজড়িত এ দিনকে ঘিরে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।


শোভাযাত্রার নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেইট থেকে শুরু হওয়া জুলুস দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা প্রদক্ষিণ করে আবার উদ্যানে ফিরে এসে শান্তি মহাসমাবেশে মিলিত হয়।


আরও পড়ুন: আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা


অংশগ্রহণকারীরা সাদা পোশাক ও ক্যাপ পরে কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড, বিশাল জাতীয় পতাকা এবং ব্যানার বহন করেন।


শোভাযাত্রা জুড়ে ধ্বনিত হতে থাকে- ‘ইয়া নবী সালামু আলাইকা’, ‘ইয়া রাসুল সালামু আলাইকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’। অনেকের হাতে ছিল গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ডও।


আরও পড়ুন: নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেফতার


পরবর্তী শান্তি সমাবেশে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রহমত। তার শিক্ষা অনুসরণ করলেই সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার আলো ছড়িয়ে পড়বে। তিনি আরও উল্লেখ করেন, আজ পৃথিবীজুড়ে সন্ত্রাস, যুদ্ধ ও অমানবিকতার যে প্রেক্ষাপট, তা থেকে মুক্তির একমাত্র পথ হলো প্রিয় নবীর শিক্ষা বাস্তবায়ন।


হিজরি সাল অনুযায়ী, ১২ রবিউল আউয়াল দিনেই হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ ও ইন্তেকাল করেন। বাংলাদেশসহ বিশ্বের মুসলিমরা দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে আসছেন।


আরও পড়ুন: ঢাকায় সভা-সমাবেশ করা নিয়ে নতুন নিষেধাজ্ঞা


দিনটি উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ ও চিকিৎসাসহ জরুরি সেবাগুলো চালু থাকে।


এ ছাড়াও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে দেশবাসীকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।


এএস