পল্টনে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৫ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর পল্টন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ কারণে এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা পল্টন মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে।
আরও পড়ুন: রাজধানীর সিদ্ধেশ্বরী মসজিদে আগুন
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলা কোনো আকস্মিক ঘটনা নয়; বরং তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
গণঅধিকার পরিষদের নেতারা আরও বলেন, এই হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এবং তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তারা।
আরও পড়ুন: মধ্যরাতে আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের ভয়াবহ হামলা
অবরোধ চলাকালে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন- ‘আপস নয় সংগ্রাম’, ‘ক্ষমতা নয় জনতা’, ‘ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি।
এএস