রাজধানীর সিদ্ধেশ্বরী মসজিদে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী স্কুলের পাশে অবস্থিত একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছায়।
আরও পড়ুন: মধ্যরাতে আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের ভয়াবহ হামলা
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানানো সম্ভব হয়নি।
এএস