আফতাবনগরে নৌপরিবহন অধিদপ্তরের দালাল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৮ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকা থেকে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মে জড়িত চক্রের অন্যতম দালাল মো. মিজানুর রহমান ওরফে মুন কামাল (এক্সামিনার জাহিদ)-কে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে আফতাবনগরের ‘নন-কাবাব’ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।
গোপন সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে নৌপরিবহন অধিদপ্তরের সিডিসি সনদ, মাস্টার ড্রাইভার সনদ পরীক্ষা, পশুর নদীজ্ঞান পরীক্ষা এবং বিভিন্ন মেরিন একাডেমিতে ভর্তি কার্যক্রমে প্রভাব খাটিয়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি স্বীকার করেছেন যে, নৌপরিবহন অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় অর্থের বিনিময়ে এসব কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
এর আগে গত ৯ আগস্ট নৌপরিবহন অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত ‘সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষা ২০২৫’ চলাকালীন ২২ জন পরীক্ষার্থীকে শরীরে ডিজিটাল ডিভাইস বহন করে অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও এক দালালকে গ্রেফতার করা হয়েছিল।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জানান, গত ১২ মে দায়িত্ব গ্রহণের পর থেকেই দালাল চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘এই চক্রের সঙ্গে অধিদপ্তরের যেসব ব্যক্তি জড়িত আছেন, তাদেরও উন্মোচন করা জরুরি। কেবল তখনই পরীক্ষাগুলোতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হবে। গ্রেফতারকৃত মিজানুর রহমানকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ’
এসডি/