Logo

পাসপোর্ট সেবায় নাগরিক সেন্টারের নতুন উদ্যোগ

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৩
47Shares
পাসপোর্ট সেবায় নাগরিক সেন্টারের নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান নাগরিক সেবা কেন্দ্রে প্রথমবারের মতো পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই কার্যক্রমের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

রাজধানীর গুলশান নাগরিক সেবা কেন্দ্রে প্রথমবারের মতো পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে পাসপোর্ট অফিস ছাড়াই নাগরিক সেবা কেন্দ্র থেকে পাসপোর্টের আবেদন ও নবায়ন করা সম্ভব হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে পাসপোর্টের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ভূমি নামজারি ও পরচাসহ মোট ৪০০ ধরনের সরকারি সেবা নাগরিক সেবা কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে। এগুলো পাইলট ও লার্নিং প্রোগ্রাম হিসেবে পরিচালিত হচ্ছে।

এ মাসের শেষেই ঢাকার গুলশান-১, উত্তরা সেক্টর-৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর ও বনশ্রী এলাকায় একযোগে ১০টি নাগরিক সেবা পাইলট চালু হবে। ইতোমধ্যে গুলশান, উত্তরা ও নীলক্ষেত কেন্দ্র পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রতিটি নাগরিক সেবা কেন্দ্রে গিয়ে নাগরিকরা তাদের প্রয়োজনীয় সেবার চাহিদা জানাতে এবং সেবার মান উন্নয়নে মতামত দিতে পারবেন।

সেবাকে সহজ করতে একটি ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে নাগরিকরা আলাদা আলাদা ওয়েবসাইটে না গিয়ে একই জায়গায় সব সরকারি সেবা পাবেন। পাশাপাশি পূর্বের অনলাইন সেবা ও ডিজিটাল সেন্টারগুলোকেও এই প্ল্যাটফর্মের আওতায় এনে ইন্টার কানেক্টিভ ও ইন্টারঅপারেবল করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এটি দেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব, যেখানে নাগরিকরা একসাথে প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD