পাসপোর্ট সেবায় নাগরিক সেন্টারের নতুন উদ্যোগ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৩ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


পাসপোর্ট সেবায় নাগরিক সেন্টারের নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান নাগরিক সেবা কেন্দ্রে প্রথমবারের মতো পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে পাসপোর্ট অফিস ছাড়াই নাগরিক সেবা কেন্দ্র থেকে পাসপোর্টের আবেদন ও নবায়ন করা সম্ভব হবে।


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।


আরও পড়ুন: পল্টনে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল


বর্তমানে পাসপোর্টের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ভূমি নামজারি ও পরচাসহ মোট ৪০০ ধরনের সরকারি সেবা নাগরিক সেবা কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে। এগুলো পাইলট ও লার্নিং প্রোগ্রাম হিসেবে পরিচালিত হচ্ছে।


এ মাসের শেষেই ঢাকার গুলশান-১, উত্তরা সেক্টর-৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর ও বনশ্রী এলাকায় একযোগে ১০টি নাগরিক সেবা পাইলট চালু হবে। ইতোমধ্যে গুলশান, উত্তরা ও নীলক্ষেত কেন্দ্র পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেছে।


আরও পড়ুন: রাজধানীর সিদ্ধেশ্বরী মসজিদে আগুন


ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রতিটি নাগরিক সেবা কেন্দ্রে গিয়ে নাগরিকরা তাদের প্রয়োজনীয় সেবার চাহিদা জানাতে এবং সেবার মান উন্নয়নে মতামত দিতে পারবেন।


সেবাকে সহজ করতে একটি ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে নাগরিকরা আলাদা আলাদা ওয়েবসাইটে না গিয়ে একই জায়গায় সব সরকারি সেবা পাবেন। পাশাপাশি পূর্বের অনলাইন সেবা ও ডিজিটাল সেন্টারগুলোকেও এই প্ল্যাটফর্মের আওতায় এনে ইন্টার কানেক্টিভ ও ইন্টারঅপারেবল করা হবে।


আরও পড়ুন: মধ্যরাতে আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের ভয়াবহ হামলা


এটি দেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব, যেখানে নাগরিকরা একসাথে প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।


এএস