Logo

পল্টনে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৫
পল্টনে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ কারণে এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

রাজধানীর পল্টন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ কারণে এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা পল্টন মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলা কোনো আকস্মিক ঘটনা নয়; বরং তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

গণঅধিকার পরিষদের নেতারা আরও বলেন, এই হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এবং তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অবরোধ চলাকালে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন- ‘আপস নয় সংগ্রাম’, ‘ক্ষমতা নয় জনতা’, ‘ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD