নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১২ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫


নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শুক্রবার (০৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


আরও পড়ুন: ঢাকায় সভা-সমাবেশ করা নিয়ে নতুন নিষেধাজ্ঞা


বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে আটক হয়েছেন মো. সজীবুল ইসলাম হৃদয় (২৩) (ধানমন্ডি), আব্দুল্লাহ বিন আজিজ (ওয়ারী থানা ছাত্রলীগের সহ-সভাপতি), মো. রায়হান ওরফে পলিন (লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগ কর্মী), মো. শাহাদাৎ নবী খোকা (পল্টন থানা আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য), মো. আমিনুর রহমান মানিক (শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক), মো. জামিল হোসেন পলাশ (কলাবাগান থানা আ. লীগের সভাপতি), মো. গোলাম মোস্তফা (শরীয়তপুর সদর থানা আ. লীগ সাধারণ সম্পাদক), কারার শাহরিয়ার আহমদ (নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান)। 


মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (০৩ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভোর ৪টার দিকে ধানমন্ডি থেকে সজীবুল ইসলাম হৃদয়, সকাল ৭টায় ওয়ারী থেকে আব্দুল্লাহ বিন আজিজ, রাত সাড়ে ৮টায় লালবাগ থেকে রায়হান ওরফে পলিন, রাত দেড়টায় পল্টন থেকে শাহাদাৎ নবী খোকা, রাত ১১টা ২০ মিনিটে শেরেবাংলা নগর থেকে আমিনুর রহমান মানিক, রাত ৩টার দিকে ধানমন্ডি থেকে জামিল হোসেন পলাশ, রাত ১১টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ থেকে গোলাম মোস্তফা, রাত দেড়টায় উত্তরা থেকে কারার শাহরিয়ার আহমদকে গ্রেপ্তার করে ডিবি।


আরও পড়ুন: পাসপোর্ট সেবায় নাগরিক সেন্টারের নতুন উদ্যোগ


ডিবি জানিয়েছে, গ্রেফতার সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।


এমএল/