শাহবাগে ডাকসু প্রার্থীদের সমর্থনে ছাত্রদল-শিবিরের স্লোগান ও মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকেই সেখানে অবস্থান নিতে শুরু করেন ছাত্রদল ও ছাত্রশিবিরের সমর্থকরা।
রাত সাড়ে ১১টার পর থেকে তারা নিজেদের প্যানেলের প্রার্থীদের সমর্থনে স্লোগান ও মিছিল শুরু করেন।
আরও পড়ুন: ডাকসু ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে ভিড়, স্লোগানে মুখর ক্যাম্পাস
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে রাস্তার দুই পাশে সমবেত হয়ে স্লোগান দেন সমর্থকরা। এ সময় ছাত্রদলের সমর্থকরা দলীয় শ্লোগানের পাশাপাশি তাদের প্যানেলের প্রার্থীদের নাম উচ্চারণ করেন। অপরদিকে, ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাদিক কায়েমের সমর্থনে স্লোগান দেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতা শেষে রাত থেকে ভোটগণনার কাজ শুরু হয়। গণনা শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এএস