জবির ইতিহাস বিভাগের অ্যালামনাইয়ের প্রথম পুনর্মিলনী


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৬ পূর্বাহ্ন, ৪ঠা মার্চ ২০২৩


জবির ইতিহাস বিভাগের অ্যালামনাইয়ের প্রথম পুনর্মিলনী
জবির ইতিহাস বিভাগ অ্যালামনাইয়ের প্রথম পুনর্মিলনীতে শিক্ষার্থীরা। ছবি: জনবাণী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে নবীন-প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হন। 


বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। 


এ সময় বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, অ্যালামনাই হলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অংশ, বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতেও বিভিন্ন উন্নয়নে এদের অনেক ভূমিকা থাকে। ল্যাবরেটরি করা, যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারেনা তাদের কে সাহায্য করা, বিভাগের সহায়তা করা। এছাড়াও বিভাগের সাথে কাজ গুলো করার মাধ্যমে একটা সেতুবন্ধন করা।


এ সময় ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী অ্যালামনাই অ্যাসোসিয়শনে কলেজের সময়কার শিক্ষার্থীদের কেউ সংযুক্ত করার জন্য আহ্বান জানান। 


অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক এস এম তানভীর আহমেদ এবং উম্মে সালমা হৃদয়।


অনুষ্ঠানের মাধ্যমে ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়শনের সুষ্ঠু নেতৃত্বে সম্পূর্ণ একটি কমিটি গঠনের আহ্বান করা হয়। পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।