হাগ ডে কি শুধুমাত্র প্রেমিক-প্রেমিকার জন্য?


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


হাগ ডে কি শুধুমাত্র প্রেমিক-প্রেমিকার জন্য?

ফেব্রুয়ারী মাসে বিশেষ একটি সপ্তাহ আছে। এই সপ্তাহের প্রতিটি দিনের আলাদা আলাদা নামকরণ করা আছে তেমনি একটি দিন হচ্ছে হাগ ডে। বিশ্বজুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় হাগ ডে। হাগ ডে কে কেন্দ্র করে অন্যান্য সবার মত আমাদের মাঝেও জল্পনা কল্পনার কোন শেষ থাকেনা আমাদের দেশের মানুষও এই দিনটি পালন করে থাকে।

এই দিনে প্রেমিক-প্রেমিকা, বা প্রিয় মানুষ এর মধ্যে হাগ বিনিময় করে একে অন্যের ভালোবাসার উপহার বিনিময় করে। যেহেতু হাগ ডে কে মানুষ বিশেষ দিন হিসেবে পালন করে থাকে তাই হাগ ডে তে আরো বিশেষ কিছু করা উচিৎ।

আপনারা ভাবতে পারেন হাগ ডে শুধুমাত্র প্রেমিক-প্রেমিকারা পালন করে। কিন্তু তা না, আপনার ধারনা ভূল। হাগ ডে সবার জন্যে। ভাই-বোন, বাবা-মা, প্রিয়জন সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়া যেতে পারে হাগ

' ); }