Logo

দর্শনায় ১৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৫ মার্চ, ২০২৩, ১৩:১৮
13Shares
দর্শনায় ১৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক মাদক ব্যাবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

তাদের দুজনের কাছে প্লাস্টিকে মোড়ানো বস্তা থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।

জানা গেছে, শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১২ টার সাড়ে  দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে অভিযান চালায় দক্ষিণচাঁদপুর ও দর্শনা পুরাতন বাজারে। 

বিজ্ঞাপন

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাম প্রসাদ সরকার, এএস আই বশির আহমেদ, এ এস আই তুহিন হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে  দর্শনা টু হিজলগাড়ীগামী পাকা রাস্তার উপর থেকে দুইজন চোরাচালানীকে গ্রেফতার করে। 

বিজ্ঞাপন

তাদের দুজনের কাছে প্লাস্টিকে মোড়ানো বস্তা থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  গ্রেফতার কৃততা হলেন, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া স্কুল পাড়ার নজরুল ইসলাম (৫০) ও দর্শনা পৌরসভার   ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদপাড়ার মৃত আব্দুল গফুরের  ছেলে ও সেনা সদস্য সাব্বির হোসেনের  পিতা আমজাদ হোসেন (৫২)।

অপরদিকে একইদিন গভীর রাতে দর্শনা পৌরসভার পুরাতন বাজার আশরাফ হার্ডওয়ারের সামনে অভিযান চালিয়ে শ্যামপুর উত্তর পাড়ার  নাছির উদ্দিনের ছেলে মাদক ব্যাবসায়ী  অনিক বিশ্বাস (২২),কে ৪৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। 

বিজ্ঞাপন

গতকালই তাদের ২০১৮ সালের  মাদকদ্রব্য আইনে মামলাসহ তিনজনকে  চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD