বিএসএমএমইউ’র মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারীর মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৩ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও অত্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী ডা. এসএম ইয়ার ই মাহাবুবের মাতা আছিয়া বেগম (৮৩) মার গেছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় ৪০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাউপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জ কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে।