বাংলাদেশিদের কুয়েতে আকামা নবায়নে লাগবে না আঙুলের ছাপ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাংলাদেশিদের কুয়েতে আকামা নবায়নে লাগবে না আঙুলের ছাপ

বাংলাদেশি শ্রমিকদের আকামা নবায়নে আঙুলের ছাপ নেওয়া প্রক্রিয়াটি বাতিল করেছে কুয়েত সরকার। স্থানীয় দৈনিক ‘আরব টাইমসর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আগে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের অপরাধমূলক রেকর্ড যাচাই করার পাশাপাশি জালিয়াতি এড়াতে ও পাসপোর্টে ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করতে প্রতিবার আকামা নবায়নের সময় আঙুলের ছাপ দিতে হতো।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত জারি করা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ২০২০ ও ২০২১ সালে আকামা নবায়নের সময় যারা আঙুলের ছাপ দিয়েছেন, তাদের আর নতুন করে ছাপ দেওয়ার প্রয়োজন হবে না। তবে উল্লেখিত সময়ে আঙুলের ছাপ না দিয়ে থাকলে নতুন করে আঙুলের ছাপ দিয়ে আকামা নবায়ন করতে হবে।

বর্তমানে কুয়েতে ৮৬ হাজার গৃহকর্মীসহ প্রায় দুই লাখ ৫৮ হাজার বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে ৯৯ শতাংশই পুরুষ কর্মী।

উল্লেখ্য, কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা পেতে লামানা (বিশেষ অনুমতি) প্রয়োজন হয়। যেটা অন্য কোনো দেশের ক্ষেত্রে প্রয়োজন হয় না। এই জটিল ভিসা প্রক্রিয়ার কারণে অন্যান্য দেশের তুলনায় কুয়েতে জনশক্তি রপ্তানিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

জি আই/