অসুস্থ খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৩


অসুস্থ খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

পিত্তথলিতে প্রদাহ জনিত কারণে বেশ কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 


রবিবার (৫ মার্চ) সকালে নওগাঁ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে।


খাদ্যমন্ত্রীর জনসংযোগ বিষয়ক কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, গত ১ মার্চ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা সাপাহার পোরশা ও নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নওগাঁয় যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন মন্ত্রী।


তিনি আরও জানান, গত বৃহস্পতিবার দুপুরের দিকে পোরশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালী শারীরিক অসুস্থতা বোধ করেন। পরে চিকিৎসকের পরামর্শে শারীরিক পরীক্ষা করা হয়। যাতে পিত্তথলি প্রদাহ পাওয়া যায়। তাকে আজ ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা দেয়া হবে।