সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৩
রাজধানীর সায়েন্সল্যাবে বিস্ফোরণ হওয়া তিনতলা ভবনের আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বর্তমানে ওই ভবটি থেকে বিস্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।
রবিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে এসে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।
ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ সাংবাদিকদেরকে জানিয়েছেন, বিস্ফোরণ হওয়া ভবনটির আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।