বাসে ই-টিকিটিং দেখতে সড়কে নামলেন এনায়েত উল্যাহ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩


বাসে ই-টিকিটিং দেখতে সড়কে নামলেন এনায়েত উল্যাহ
বাসে ই-টিকিটিং দেখতে সড়কে এনায়েত উল্যাহ। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করা ৫৯টি বাস কোম্পানির বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এদিকে বাস যাত্রীদের নানা অভিযোগের প্রেক্ষিতে সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নিজেই রাস্তায় নেমেছিলেন বিভিন্ন বাসের ই-টিকিটিং প্রক্রিয়া দেখতে। তবে যাত্রীদের অভিযোগ ও স্বস্তি দুটোই তিনি একসঙ্গে দেখেছেন।


রবিবার (৫ মার্চ) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে যাত্রীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে আসেন তিনি। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে দশটায় মানিক মিয়া এভিনিউতে আদালত বসান নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। পুলিশের সহায়তায় তিনি বিভিন্ন বাস দাঁড় করিয়ে চেক করেন ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। 


পরবর্তীতে দুপুর ১২টার কিছু সময় পর মানিক মিয়া এভিনিউয়ে আসেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। এ সময় তিনি বেশ কয়েকটি বাসে উঠে যাত্রীদের সঙ্গে ই-টিকিটিং বিষয়ে কথা বলেন। তার ওঠা বেশ কয়েকটি বাসে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। 


অভিযোগের পরিপ্রেক্ষিতে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আপনারা টিকেট ছাড়া কেউ ভাড়া দেবেন না। প্রয়োজনে ওই পরিবহন কোম্পানির এমডিকে কল করে বিষয়টি জানাবেন।


খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমরা কিছু কিছু বাসে অভিযোগ পাচ্ছি। আমরা সেই বাস মালিকদের ডেকে কথা বলছি। অনেকদিন পর এই সিস্টেমটা চালু করা হয়েছে, তাই স্বাভাবিক হতে একটু সময় লাগবে। মালিক পরিবহন সমিতির টিম কাজ করছে, আমি নিজে মাঠে থেকে কাজ করছি। 


বিকাশ পরিবহনের একটি বাস না থামানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে পরিবহনের বিরুদ্ধে এই অভিযোগ সেই পরিবহনের এমডি এখানে আছে। তাকে আমি মৌখিক ও লিখিতভাবে বলেছি। যদি ঠিক না হয়, তবে রোডে তাদের গাড়ি চলাচল আমরা বন্ধ করে দেব।