সরকারের ভুলত্রুটি থাকতে পারে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২১ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেল ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (৫ মার্চ) বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বার্তা বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের ভুলত্রুটি থাকতে পারে। ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু ভালো বিষয়গুলো তুলে ধরা উচিত।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের অনেক অর্জন ও ইতিবাচক খবর বিভিন্ন সময় কোনো কোনো সংবাদমাধ্যম গুরুত্ব দিয়ে প্রচার করে না। কিন্তু যেটি কম গুরুত্বপূর্ণ সেটি হয়তো বেশি প্রচার করা হয়।
তিনি বলেন, এ বিষয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বার্তা বিভাগের প্রধানদের সহযোগিতা দরকার।