সায়েন্স ল্যাবের ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৭ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩
রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় সেখানে পৌঁছেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
রবিবার (৫ মার্চ) বিকালে ঘটনাস্থলে এসে পৌঁছান তারা। তারপর দলটির সদস্যরা ভবনের নিচে অবস্থান নেন।
এর আগে ঘটনাস্থলে আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন বিভাগ থেকে বেশ কয়েকটি টিম সেখানে পৌঁছায়।
ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনা তদন্তে আমরা একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি ফায়ার সার্ভিসের ও ঘটনাস্থলে কাজ করা এক্সপার্টদের ওপিনিয়ন নেবেন।’
ঘটনাস্থলে স্প্লিন্টার, বিস্ফোরক বা নাশকতার কোনো আলামত মিলেছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘এখনও বিস্ফোরক, নাশকতামূলক বা স্প্লিন্টার জাতীয় কোনো আলামত পাওয়া যায়নি।’