স্বর্ণের হার কেড়ে নিল গৃহবধূর প্রাণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৫ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩


স্বর্ণের হার কেড়ে নিল গৃহবধূর প্রাণ
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় ব্যবহারের স্বর্ণের অলংকারের জন্য স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন গৃহবধূ কোহিনুর আক্তার (১৮)।


রবিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার টৈটং ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। কোহিনুর আক্তার পেকুয়া সদর ইউনিয়নের চড় পাড়া গ্রামের মৃত নুরুল কবিরের মেয়ে।


কোহিনুরের মা মরিয়ম বেগম বলেন, গত ডিসেম্বরে টৈটং ইউনিয়নের নতুন ঘোনা এলাকার আহমদ ছবির ছেলে মো. মিজানের সাথে সামাজিকভাবে বিয়ের হয় কোহিনুর আক্তারের। বিয়ে পর থেকে গলার একটা স্বর্ণের হার নিয়ে স্বামীর পরিবারের সাথে মনোমালিন্য ছিলো।  রবিবার সকালে শ্বাশুড়ির কাছে স্বর্ণের হারটা ফেরত চাইলে কোহিনর আক্তারকে শারিরীক ও মানসিকভাবে অত্যাচার করা হয়। পরে স্বামীর সাথে কথা বলেও কোন সুরাহা না পেয়ে গলায় নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।


পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে গৃহবধূ কোহিনুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


জেবি/এসবি