সেচ পাম্পের পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল যুবকের

কয়েকদিন পর সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল আহার আলীর।
বিজ্ঞাপন
মেহেরপুরের গাংনীর মাঠপাড়ায় সেচ পাম্পের পানিতে গোসল করতে গিয়ে বেল্টের সাথে আঘাত পেয়ে আহার আলী (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
রবিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। আহার আলী গাংনী মাঠপাড়ার আজিবার মণ্ডলের ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম জানান, তার মামা আহার আলী বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্পে গোসল করতে গেলে হঠাৎ পা পিছলে সেচপাম্পের মোটরের বেল্টের উপর পড়ে যায়। এতে সেচ পাম্পের সাথে মাথার পেছনে আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, কয়েকদিন পর সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল আহার আলীর।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, গোসল করতে গিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।








