ইবি ইংলিশ এলামনাই এসোসিয়েশনের গেট টুগেদার আগামী ১০ মার্চ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:১৪ পূর্বাহ্ন, ৭ই মার্চ ২০২৩


ইবি ইংলিশ এলামনাই এসোসিয়েশনের গেট টুগেদার আগামী ১০ মার্চ
ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংলিশ এলামনাই এসোসিয়েশনের গ্র্যান্ড গেট-টুগেদার এবং বার্ষিক সাধারণ সভা আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। সারাদিনব্যাপী এই অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভাগ।


সোমবার(৬ মার্চ) সকাল ১২ টার দিকে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হারুন-উর-রশীদ আসকারী, ইংরেজি বিভাগের সর্বজ্যেষ্ঠ অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান।


অধ্যাপক ড. মো. রাসিদুজ্জামান বলেন, ২০১৮ সালে করোনার আগে ৩১ সদস্যের এজিএম গঠন করা হয়েছিলো। কিন্তু বিগত মহামারী করোনার কারণে তারা এই পূর্ণমিলনিটি ঠিকঠাক ভাবে ব্যবস্থা করতে পারেনি। এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তারা আমাদের কাছে আশা প্রকাশ করেছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণমিলনির আয়োজন করি। বিভাগও এতে সানন্দে সায় দিয়েছে। সবার সম্মতি ক্রমেই আমরা প্রোগ্রামটি হোস্টিং করছি। বিভাগের সাবেক ও বর্তমানহ মোট ২৫টি ব্যাচে সহস্রাধিক শিক্ষার্থীদের জন্য প্রথম এজিএম এবং দ্বিতীয় বারের মতো পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে অনেকেই তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।


তিনি বলেন, ইংরেজি বিভাগের ঐতিহাসিক এ সম্মেলনে শুরু থেকে এখন পর্যন্ত যুক্ত ছিলো যারা তাদের মধ্যে রিপ্রেজেনটেটিভ লোকেরা আসবে, কথা হবে, আবার তারা এখান থেকে নতুন উদ্যেম নিয়ে ফিরে যাবে। সেটা ভেবেই ইংরেজি বিভাগ আনন্দিত। সাধারণত এসব ধরনের কোনো উপলক্ষ না হলে কারও একসাথে হওয়া হয় না। কারণ সব ব্যাচের অ্যালামনাইরা এখন কর্মব্যস্ত হয়েছেন।


তিনি আরও বলেন, আমরা চাই সবার সমন্বয়ে একটি সুন্দর অনুষ্ঠান হোক। আমি আমাদের বর্তমান শিক্ষার্থীদেরকে ম্যাসেজ দিয়েছি তারা যেন তাদের ভাই-বোনদের সুযোগ সুবিধার জন্য যতটুকু পারার করতে। আমাদের অ্যালমনাইরাও মনে করছে যে তারা অতিথি হিসেবে নয়, নিজ বাড়িতেই আসছেন।