বশেমুরবিপ্রবিতে প্রথমবারের মতো বইমেলার আয়োজন
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৮ পূর্বাহ্ন, ৭ই মার্চ ২০২৩
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিট, খুলনা জোন কর্তৃক আয়োজিত হচ্ছে ৫ দিনব্যাপী বইমেলা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম এমন কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে। পাঠকদের মনন বিকাশে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বইমেলায় বিভিন্ন প্রকাশনীর প্রায় দুই হাজারের অধিক বই পাওয়া যাচ্ছে। এর মধ্যে বশেমুরবিপ্রবির কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরও বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।
জানা যায়, ৬-১০ এপ্রিল পর্যন্ত চলবে এই বইমেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। বইমেলায় বিক্রি হওয়া বইয়ের অর্থ ব্যয় করা হবে পথশিশুদের কল্যাণে।
এবারের বইমেলায় বাংলা সাহিত্য, উপন্যাস, ছোটদের বই, ইতিহাস ও রাজনীতি সম্পর্কিত বইসহ পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বই, বশেমুরবিপ্রবি কর্ণারে বশেমুরবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীদের লেখা বই।
বইমেলা শুরু হওয়ার সাথে সাথে পাঠক ও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিক্রেতারা জানান ব্যাপকহারে ক্রেতারা আসছেন এবং বই সংগ্রহ করছেন।
দর্শনার্থী ও ক্রেতারা এমন একটি আয়োজনে উচ্ছ্বসিত। তারা জানান, বই মেলায় আসতে পেরে ভালো লাগছে। জ্ঞান ও মনন বিকাশে বই সহায়ক। বই সংগ্রহ করছি।
বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম জানান, পাঠকের মনন বিকাশের লক্ষ্যে আমাদের এই আয়োজন। এখন পর্যন্ত আমরা ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি।
তিনি আরো জানান, বই বিক্রির লভ্যাংশ আমরা পথশিশুদের কল্যাণে ব্যয় করবো।