ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৩


ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত
ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন দিনব‍্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।


মঙ্গলবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,বাংলাদেশ পুলিশ ভূরুঙ্গামারী থানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভূরুঙ্গামারী শাখা।


পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৭ মার্চ ২০২৩ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।


এতে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুন্নবী চৌধুরী খোকন। বীর মুক্তিযোদ্ধা এ টি এম শাহজাহান মানিক, ওসি নজরুল  ইসলাম, শিক্ষানবিশ এ এসপি রাসেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  শাহজাহান শিরাজ, প্রমুখ উপস্থিত ছিলেন।


দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ৭ মার্চের ভাষণ প্রচার ও সন্ধ্যায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।