সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যু মামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৩
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) নিউমার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাবের শিরিন ম্যানসনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটিতে লাগানো মোটা গ্লাস ছাড়াও ইটের দেয়াল ধসে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি জমে থাকা গ্যাস থেকে ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
এদিকে, ময়নাতদন্ত শেষে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ সোমবার (৬ মার্চ) তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।