কাজিপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৮ এএম, ৮ই মার্চ ২০২৩


কাজিপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাজিপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের কাজিপুরে ১০০ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।


সোমবার (৬ মার্চ) কাজিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী থেকে  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামের চান মিয়ার ছেলে মো. শাহ আলম (২৯)। 


এ সময় তার কাছে থেকে ১০০ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, আসামীকে নিয়মিত মামলায় রজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।