গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, ২ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৯ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৩


গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 


এ ঘটনায় দুইজন নিহত এবং ত্রিশজন আহত হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।


মঙ্গলবার (৭  মার্চ) বিকেলে ৪ টা ৫০ মিনিটে এ বিস্ফোরণের তথ্য পায় ফায়ার সার্ভিস। 


ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ৫টি ইউনিট সেখানে কাজ করছে।


 তিনি আরও বলেন, এ বিস্ফোরণে বহু হতাহতের শঙ্কা রয়েছে।