গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় ৪ জনের মৃত্যু, বহু আহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৬ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৩
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে ভবনে বিস্ফোরণের ঘটনা হয়েছে। এ ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়াও বহু ব্যক্তি আহত হয়েছেন।
সূত্র জানিয়েছে, অন্তত ৭০ জনকে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ওই ভবন থেকে ১২ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার পরে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের একাধিক কর্মকর্তা জানান,একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণের খবর পেয়ে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও চার ইউনিট। এরপর আরও দুই ইউনিট যোগ দেয়। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।
পাঁচ তলা ওই ভবনের নিচ তলায় কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান রয়েছে। ওপরের চার তলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়।