গুলিস্তানে ভবনে বিস্ফোরণে ৬ জনের মৃত্যু, বহু হতাহতের আশঙ্কা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৭ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৩
রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ৬ জন মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মরদেহ আনা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিকেল পৌনে ৬ ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের একাধিক কর্মকর্তা জনবাণী’কে জানান, ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভবন থেকে ৭০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।
একটি ৭ তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ক্ষতিগ্রস্ত ভবনটির নিচ তলায় সেনেটারি দোকান এবং ওপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।