ক্ষেতলালে নারী দিবসের শোভাযাত্রা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪০ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৩


ক্ষেতলালে নারী দিবসের শোভাযাত্রা
ক্ষেতলালে নারী দিবসের শোভাযাত্রা। ছবি: জনবাণী

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যে জয়পুরহাটের ক্ষেতলালে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  


বুধবার (৮ মার্চ) ক্ষেতলাল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত নারী দিবস উদযাপন উপলক্ষ্যে সকালে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। 


পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, থানা তদন্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুননাহার গুন্নাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সেলিনা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রিপন আহম্মেদ, সাংবাদিক আজিজার রহমান ও আজিজুল প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক ও গন্যমান্ন্য ব্যক্তিবর্গসহ উপজেলার বিভিন্নপ্রান্ত হতে আগত অর্ধশতাধিক নারী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।