কাঠালিয়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৭ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৩
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসস’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠির কাঠালিয়ায় সকাল ১১টায় আর্ন্তজাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, সাংবাদিক মো. আব্দুল হালিম, মো. ফারুক হোসেন খান ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ প্রমুখ।