Logo

মেহেরপুরে বসত বাড়ি পুড়ে ছাই

profile picture
জনবাণী ডেস্ক
১০ মার্চ, ২০২৩, ০৯:৪৩
17Shares
মেহেরপুরে বসত বাড়ি পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

আমার বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়েগেছে

বিজ্ঞাপন

মেহেরপুর শহরের ৪ নং ওয়ার্ডের কালাচাঁদপুরে ঘরে আগুন লেগে মোটর সাইকেল, গরুসহ সমস্তকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৯ মার্চ) দুপুর ১টার  সময় মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুরের আনছার আলীর  ছেলে রফিকুল ইসলামের বাড়িতে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

রফিকুল ইসলামের স্ত্রী মায়রন জানান, আমার বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়েগেছে, ২টি গরু, ১টি মোটর সাইকেল, আমার ছেলের ভাঁজা বেচা-কেনা ব্যবসার নগদ টাকা ছিলো ঘরে, সংসারের সমস্ত আসবাবপত্র, হাড়িপাতিলসহ ঘর পুড়ে ছাই হয়েগেছে। গত বছরেও আমার ঘর পুড়ে গিয়েছিলো। 

বিজ্ঞাপন

ঘরে আগুন লাগার সাথে সাথে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফোন করলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষনিক বিদ্যুৎ অফিসের লোক এসে বিদ্যুৎ বন্ধ করে দেন।

এলাকাবাসী সূত্রে জানান, আকষ্মিক আগুনে একপর্যায়ে রফিকুলের বাড়ি পুড়ে ভষ্মিভুত হয়ে ধ্বংস স্তুপে পরিনত হয়। ঘরে যে খাবার উপযুক্ত চাউল ময়দা ছিলো সেগুলোও পুড়ে শেষ হয়েগেছে। মাথা রাখার ঠাই পর্যন্ত পুড়ে ছাই হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD